চাকরি, পড়াশোনা বা অন্য যেকোনো কারণে বিদেশ যাওয়ার প্রয়োজন হলে প্রথমে প্রয়োজন একটি পাসপোর্ট। অনলাইন কিংবা অফলাইন- দুভাবেই করা যায় মেশিন রিডেবল পাসপোর্ট। অনলাইনে আবেদন করতে চাইলে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dip.gov.bd) নির্দেশিত নিয়মে সহজেই আবেদন করা যাবে। এ ছাড়া আবেদনপত্র সংগ্রহ করে অফলাইনেও করা যাবে মেশিন রিডেবল পাসপোর্ট।
আবেদনপত্র সংগ্রহ
ঢাকাসহ সারা দেশে ১০টি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বিনা মূল্যে সংগ্রহ করা যাবে আবেদনপত্র। এ ছাড়া বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটেও এ ফরম পাওয়া যায়।
ফি প্রদান
সাধারণ পাসপোর্টের জন্য তিন হাজার টাকা ও জরুরি পাসপোর্টের জন্য ছয় হাজার টাকা ব্যাংকে জমা দিতে হবে। টাকা জমা নেওয়া হয় সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায়।
আবেদনপত্র পূরণ
নির্দেশিত নিয়ম-কানুন অনুসারে আবেদনপত্রটি পূরণ করে পাসপোর্ট অফিসের কর্মকর্তাকে দিয়ে এটি ভেরিফিকেশন করাতে হবে। ভেরিফিকেশন করানোর আগে ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদটি আঠা দিয়ে আবেদনপত্রের সঙ্গে যোগ করে দিতে হবে। এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপিটি সত্যায়িত করে নিতে হবে। পাশাপাশি আবেদনপত্রটি যথাযথ কর্মকর্তা বা জনপ্রতিনিধিকে দিয়ে প্রত্যয়ন করিয়ে নিতে হবে।
আবেদনপত্র জমাদান ও ছবি তোলা
আবেদনপত্রটির ভেরিফিকেশন করে দায়িত্বরত কর্মকর্তা আবেদনপত্র যাচাই করে সিলসহ স্বাক্ষর করবেন। এরপর আবেদনপত্রটি নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে। আবেদনপত্রটি জমা দেওয়ার সময় পাসপোর্ট অফিসের দায়িত্বরত ব্যক্তি প্রদত্ত তথ্যগুলো কম্পিউটারে এন্ট্রি করে রাখেন। এরপর তিনি একটি টোকেন দেন। সে টোকেনসহ আবেদনপত্রটি নিয়ে ছবি তোলার জন্য আরেকজন কর্মকর্তার কাছে যেতে হয়। ছবি তোলা শেষে কর্তৃপক্ষ পাসপোর্ট সংগ্রহের জন্য একটি আলাদা ডকুমেন্ট দেবে এবং আবেদনপত্রটি রেখে দিয়ে পাসপোর্ট সংগ্রহ করার তারিখও জানিয়ে দেবে।
পাসপোর্ট সংগ্রহ
কর্তৃপক্ষের দেওয়া তারিখে পাসপোর্ট সংগ্রহ করা যাবে। তবে এই সময়ের মধ্যে অবশ্যই পুলিশ ভেরিফিকেশন শেষ হতে হবে। পাসপোর্ট দেওয়ার আগে ডিবি পুলিশ বর্তমান ও স্থায়ী ঠিকানায় ভেরিফিকেশন করেন। পুলিশের রিপোর্ট প্রদানের পরই পাসপোর্ট পাওয়া যাবে।
অনলাইন পাসপোর্ট আবেদন এর জন্য নিচের লিঙ্কটিতে ক্লিক করুণ-
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS