মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ নং ৪২৫৪ নায়েক মোঃ মোঃ বীর বিক্রম মুজাফফ্র আহম্মেদ ।গ্রামঃ পশ্চিম চাঁদপুর,পোষ্টঃ নায়হাট, উপজেলাঃ সোনাইমুড়ী,জেলা নোয়াখালী।বিগত ১৯৫২ সালের ১৫ এপ্রিল তারিখে বিজিবি তৎকালীন ইপিআর এ যোগদান করেন। তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেন এবং ১৩ ডিসেম্বের ১৯৭১ তারিখে পাল হানাদার বাহিবীর সাথে যুদ্ধে শাহাদৎ বরণ করেন এবং বীর বিক্রম খেতাবপ্রাপ্ত হন। দীর্ঘ ৪০ বৎসর পর শহীদের স্ত্রী মিসেস রাশেদা বেগমকে গণপ্রজাতত্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্তত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন কতৃর্ক মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা স্মরণে স্মৃতির নির্দশন স্বরুপ তার বসত ভিটা শহীদের বিধবা স্ত্রীকে সুখে শান্তিতে বসবাসের জন্য একটী টিনসেড বিল্ডিং তৈরী করে দেয়ার জন্য সদয় অনুমোদন প্রদান করেন।
উক্ত টিন্সেড বিল্ডিংটির নির্মান কাজ শেষে অদ্য ১০ এপ্রিল ২০১২ তারিখে ।
মাননীয় স্বরাষ্ট্রমন্তত্রী মহোদয় শহীদের স্ত্রী হন্তান্তর করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS